গাইবান্ধায় ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত রাশেদুল হক গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলার পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, মঙ্গলবার রাতে পলাশবাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ নেতা ও ভিপি রাশেদ গাইবান্ধার বাড়িতে যাচ্ছিলেন। তিনি পলাশবাড়ী মহিলা মাদ্রাসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ রাশেদুল রাস্তার পাশে ছিটকে পড়েন। এরপর বেপরোয়া ট্রাক আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়।
ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করে। পরে চালকসহ ট্রাকটি থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।