বরগুনায় ১১টি পেট্রলবোমা উদ্ধার
বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে ১১টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে ওই এলাকার একটি বাড়ির পুকুরপাড় থেকে এসব বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুকুরপাড়ে বোমাসদৃশ কিছু বোতল দেখে বাড়ির মালিক আবদুল হক দেওয়ান পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, নাশকতার জন্যই বোমাগুলো রাখা হয়েছিল। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।