ফেনসিডিল পানের সময় ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভারত সীমান্তবর্তী কোমরপুর এলাকায় ফেনসিডিল পান করার সময় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তারের পরপর তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর ফেনসিডিল পান করার প্রমাণ পায় পুলিশ।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন জেলার কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার বাজারগ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন, একই গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সদস্য মোস্তাফিজুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সদস্য দাঁড়িয়ালা গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমান।
জাকির কালীগঞ্জ কলেজ থেকে স্নাতক (সম্মান) শেষ করে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন। ওবায়দুর স্নাতক (সম্মান) শ্রেণিতে ও মোস্তাফিজ এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন বলে জানিয়েছেন দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া।
এসআই জাকারিয়া জানান, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দেবহাটা উপজেলা সীমান্তের কোমরপুর এলাকার গরুর খাটালের বিটে অভিযান চালানো হয়। এ সময় সেখানে তিনজন ফেনসিডিল পান করছিলেন। পুলিশ দেখে তাঁরা তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁদের পিছু ধাওয়া করে ধরে ফেলে। এ সময় তাঁরা নিজেদের ছাত্রলীগের নেতা বলে পরিচয় দেন এবং ফেনসিডিল খাওয়ার কথা অস্বীকার করেন। এ কারণে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডা. মোস্তফা কামাল তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এতে প্রমাণ মেলে যে তাঁরা ফেনসিডিল পান করেছেন। পরে তাঁরা ফেনসিডিল পান করার কথা স্বীকার করেন।
এসআই জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছাত্রলীগের নেতাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।