চট্টগ্রামে ধাওয়া দিয়ে ৫ ‘ছিনতাইকারী’ আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/26/photo-1435327900.jpg)
চট্টগ্রামে ছিনতাই করার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। আজ শুক্রবার ভোরে নগরীর ওয়াসা জমিয়াতুল ফালাহ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাস থেকে নেমে রিকশায় করে বাসায় আসার পথে ছিনতাইকারীরা তাঁকে গতি রোধ করে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় টহল পুলিশ ঘটনা আঁচ করতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এ সময় সাতজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পেশাদার ছিনতাইকারী। পথচারী দুজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানান এএসআই।