হিলিতে বন্ধ আমদানি-রপ্তানি
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম।
আজ বুধবার সরকারি ছুটির কারণে বন্দরটি বন্ধ রাখা হয়। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে ভ্রমণার্থী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলা-হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, বুদ্ধ পূর্ণিমার কারণে আজ সরকারি ছুটি। তাই হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার বন্দরের সব কার্যক্রম শুরু হবে বলে জানান কামাল হোসেন।