জাবি ছাত্রদলের দুই কর্মীকে পুলিশে সোপর্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শিকদার জুলকার নাইনকে মারধরের অভিযোগে ছাত্রদলের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মার্কেটিং বিভাগের রিয়াদ ও সনেটকে পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুজনই ৪১তম ব্যাচের শিক্ষার্থী। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা জানান, উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রিয়াদকে জিজ্ঞাসাবাদ করতে গেলে জুলকার নাইনকে মারধর করে দুই ছাত্র। তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ ভূঁইয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই পরিকল্পিতভাবে ছাত্রদলের দুই কর্মীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তিনি বলেন, রিয়াদ আর সনেট পরীক্ষা দিতে গেলে কোনো কারণ ছাড়াই তাঁদের আটক করা হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।