আন্দোলনে শাবি শিক্ষকদের পদোন্নতি ব্যাহতের অভিযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপাচার্যবিরোধী আন্দোলন অব্যাহত থাকায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে পারেনি। আর এ কারণে পদোন্নতি কার্যক্রমও থেমে গেছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
গত বুধবার এ সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল। কিন্তু তা পরে আর হয়নি। আজ শুক্রবার পদোন্নতিপ্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সিন্ডিকেট সভা করার অনুরোধ জানান।
ভুক্তভোগী শিক্ষকদের পক্ষ থেকে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় উদ্বুদ্ধ শিক্ষক’ পরিষদের আহ্বায়ক আকতারুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষকদের ক্ষতি করে কোনো আন্দোলন কাম্য হতে পারে না। উপাচার্যবিরোধী আন্দোলনের কারণে সিন্ডিকেট সভা হতে পারছে না। এ জন্য অন্তত ১৫ শিক্ষকের পদোন্নতি আটকে গেছে।’
এদিকে উপাচার্যের অপসারণের দাবিতে শুক্রবার ছুটির দিন থাকা সত্ত্বেও অবস্থান কর্মসূচি ও উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’-এর শিক্ষকরা। ফলে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ ছিল।
আন্দোলনকারী শিক্ষকদের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম এনটিভি অনলাইনকে জানান, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির আরো তথ্য সংবলিত শ্বেতপত্র প্রকাশ করা হবে।
আন্দোলনের ব্যাপারে শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া বলেন, ‘আমি সবাইকে এখনো আলোচনার আহ্বান জানাচ্ছি।’