মংলায় হতদরিদ্রদের মধ্যে পানির ট্যাংক বিতরণ
বাগেরহাটের মংলায় সুপেয় পানি সংরক্ষণের জন্য হতদরিদ্র পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে এ পানির ট্যাংক বিতরণ করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম কায়েস।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় উপজেলার সুন্দরবন, সোনাইলতলা, মিঠেখালী ও চাদপাই ইউনিয়নের ১২০টি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে এই ট্যাংক বিতরণ করা হচ্ছে। ট্যাংক বিতরণে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরকে সার্বিকভাবে সহায়তা করেছে বেসরকারি সংস্থা সৃজনি ও সমাহার।
সংস্থা দুটি প্রতিটি ইউনিয়নে গিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এবং সরেজমিন ঘুরে দরিদ্র পরিবার চিহ্নিত করে। পরে সেই সব গরিব পরিবারকেই ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত হয়।
মংলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম কায়েস বলেন, লোনা পানি অধ্যুষিত উপকূলীয় মংলা এলাকার দরিদ্র মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে একটি করে তিন হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন উন্নতমানের পানির ট্যাংক দেওয়া হচ্ছে।