ঘূর্ণিঝড় ‘মোরা’ এখন নিম্নচাপ
প্রবল ঘূর্ণিঝড় ‘মোরা’ স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে ঝড়টি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে রাঙামাটি ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আজ মঙ্গলবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কক্সবাজার ও খেপুপাড়া রাডার পর্যবেক্ষণের তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূল অতিক্রমরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোরা’ উত্তর দিকে এগিয়ে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে গেছে। এরপর এটি দুর্বল হয়ে পড়ে। বর্তমানে এটি স্থল গভীর নিম্নচাপ হিসেবে রয়েছে।
নিম্নচাপটি আরো উত্তর দিকে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।
এদিকে গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সেই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ রাত ৯টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে পরে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানে। পরে বেলা ১১টার দিকে উপকূল থেকে সরে বাংলাদেশ অতিক্রম করতে শুরু করে ‘মোরা’।