বিশ্বকাপে এনটিভি অনলাইনের সঙ্গে নান্নু
এনটিভি অনলাইনের পাঠকদের জন্য সুখবর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন নান্নুকে পাশে পাচ্ছেন বিশ্বকাপজুড়ে। প্রায় দেড় মাস ধরে চলবে বিশ্বকাপ, আর সেই সময়টায় এনটিভি অনলাইনের জন্য লিখবেন নান্নু। প্রতিটি ম্যাচের আগে ও পরে সম্ভাবনা-পর্যালোচনা হাজির করবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির অন্যতম সদস্য হওয়ায় বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫ সদস্যকে খুব কাছ থেকে দেখেছেন নান্নু। তাই মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের পারফরম্যান্স নিয়ে তাঁর ব্যাখ্যা-বিশ্লেষণও হবে অন্য যে কারো চেয়ে ভিন্ন।
১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নিয়েও স্মৃতিচারণা করবেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান নান্নু। বিশ্বকাপের উদ্বোধনী দিন থেকেই তাঁর লেখা পড়তে পারবেন পাঠকরা।
আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনের কার্যালয় পরিদর্শন করেছেন নান্নু। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে হেড অব অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এই সময় এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দোদুল এবং অনলাইন স্পোর্টস ইন-চার্জ আসিফ আহমেদ রম্য, সিনিয়র করেসপনডেন্ট মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।