যুবলীগ-ছাত্রলীগের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত
যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বরগুনার আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে ডিগ্রি প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ভর্তি ফি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা অধ্যক্ষের কক্ষে ভাঙচুরও করেন।
অধ্যক্ষ মজিবুর রহমান সাংবাদিকদের জানান, আজ বেলা ১১টার দিকে আমতলী উপজেলা যুবলীগের সভাপতি জি এম হাসানের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের ২০-৩০ জন কর্মী তাঁর কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মাত্র ৫০০ টাকা ভর্তি ফি নিয়ে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি করতে বলেন। তিনি নির্ধারিত পরিমাণ ফি ছাড়া ভর্তি করা যাবে না বলে জানালে তাঁকে গালিগালাজ করে চেয়ার ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা কলেজ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি জি এম হাসান জানান, শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ভর্তি ফি নেওয়ার বিষয় নিয়ে অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। হামলা, ভাঙচুর, গালিগালাজ বা লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি।