অপহৃত কলেজছাত্র সিরাজগঞ্জে উদ্ধার, আটক ৪
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/05/photo-1436088841.jpg)
পাবনা থেকে অপহরণের প্রায় আট ঘণ্টা পর এক কলেজছাত্রকে উদ্ধার করেছে সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে কামারখন্দ উপজেলা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত থাকায় চারজনকে আটক করেছে পুলিশ।
urgentPhoto
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালে অপহরণকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় অপহরণকারী দলের একজন গুলিবিদ্ধ হয়। তাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, একটি ছুরি, ছয়টি হাতবোমা ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর স্কুলপাড়ার অটোরিকশাচালক নজরুল ইসলাম (২৯), বাঙ্গালা ইউনিয়নের সিমলা গ্রামের ফরিদুল ইসলাম (৩৫), রহিমপুর গ্রামের রেজাউল (৩২) ও রামকান্তপুর নদীপাড়ের শফিকুল মণ্ডল (৩৫)।
উদ্ধার হওয়া কলেজছাত্র আসাদুল আলম (২২) পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, চাকরি দেওয়ার কথা বলে সন্দেহভাজন অপহরণকারীরা আসাদুলকে মোবাইল ফোনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেকে আনে। এর পর তাঁকে ওই এলাকার একটি বাড়িতে আটকে রাখে। সন্ধ্যার পর সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে সিরাজগঞ্জের দিকে নিয়ে আসার চেষ্টা করে। ওই সময় ডিবি পুলিশের একটি দল কামারখন্দের কুটিরচর এলাকায় অবস্থান নেয়।
পুলিশ সুপার জানান, সেখানে অপহরণকারীদের গতিরোধ করে ডিবি পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি চালায়। একজন পালিয়ে গেলেও পুলিশ অপহৃত আসাদুলকে উদ্ধার ও চারজনকে আটক করে। ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ১৫-২০টি গুলিবিনিময় হয়েছে বলে জানান এসপি।
কলেজছাত্র আসাদুল জানান, বিদেশে পাঠানোর জন্য চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলে তাঁকে মোবাইলে উল্লাপাড়ায় আসতে বলেছিল আটক ব্যক্তিরা। সে অনুযায়ী তিনি বাসযোগে উল্লাপাড়ায় যান।