সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/12/photo-1423757702.jpg)
সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চণ্ডিদাসগাতী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শহীদুল সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের দ্বিয়ারপাঁচিল গ্রামের মৃত সাকমান হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, শহীদুল দীর্ঘদিন পালিয়ে থেকে জেলায় কমপক্ষে শতাধিক নাশকতার পরিকল্পনা করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার (এসপি) এস এম এমরান হোসেন জানান, নাশকতা, নৈরাজ্য, পুলিশের ওপর হামলা, মহাসড়কে যানবাহনে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ ও ভাঙচুরের পরিকল্পনাকারী হিসেবে বিভিন্ন থানায় শহীদুলের বিরুদ্ধে কমপক্ষে ১২টি মামলা রয়েছে।