রাজধানীতে বাসে পেট্রলবোমায় দগ্ধ ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/12/photo-1423761028.jpg)
রাজধানীর রামপুরার বনশ্রীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বনশ্রীর আল-রাজি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধ বাপ্পী (২৩) ও রাগিবকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাপ্পীর শরীরের ৭০ শতাংশ ও রাগিবের ১৭ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে জানান, বাপ্পীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাগিব দগ্ধ হওয়ার পর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন। রাত সোয়া ১০টার দিকে তাঁকেও নিয়ে আসা হয়।
তবে দগ্ধ এ দুজনের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি পরিদর্শক মোজাম্মেল হক।