লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে আহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/13/photo-1423802724.jpg)
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ২ নম্বর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে তিন তরুণ আহত হয়েছেন। তিনজনের হাঁটুতে গুলি লেগেছে।
পুলিশের দাবি, আহত তিনজনই সন্ত্রাসী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ তাঁরা গুলিবিদ্ধ হন। এতে তিন পুলিশ সদস্যও আহত হন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের ভাষ্যমতে, রাতে চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কে টহল দেওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান ও চারটি তাজা গুলি উদ্ধার করা হয় বলে দাবি করেন তিনি।
গুলিবিদ্ধ তিনজন হলেন সোনাইমুড়ি উপজেলার দক্ষিণ আবিরপাড়া গ্রামের সফিকুল ইসলাম কায়েস (১৯), ইমাম হোসেন (২০) ও মোহাম্মদ সোহেল (১৮)। তাদের ১০০ শয্যাবিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল সত্য রঞ্জন চাকমা, আবুল ফয়েজ ও যুগান্ত মোহন ত্রিপুরা। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।
আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গেলে দেখা যায়, আহত তিনজন পুলিশ পাহারায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। দুজনের বাঁ হাঁটু ও একজনের ডান হাঁটুতে ব্যান্ডেজ করা। প্যান্টে রক্তের চিহ্ন। পুলিশ তাঁদের সঙ্গে কথা বলতে না দেওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।