শ্রীমঙ্গলে মেয়রের কারখানায় ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/13/photo-1423807312.jpg)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসীন টি হোল্ডিং ও জালালাবাদ ফ্লাওয়ার মিলের নৈশপ্রহরী হারুন মিয়ার লাশ আজ শুক্রবার ভোরে উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসীন টি হোল্ডিং ও জালালাবাদ ফ্লাওয়ার মিলের নৈশপ্রহরীকে হত্যা করে সাড়ে তিন লাখ টাকা লুট করেছে ডাকাতরা। আজ শুক্রবার ভোররাতে শ্রীমঙ্গল শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরীর নাম হারুন মিয়া। তিনি আশিদ্রোন নোয়াবাড়ী এলাকায় থাকতেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ডাকাতরা ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে, গলায় ফাঁস দিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। এর পর কারখানার পৃথক দুটি স্টিলের আলমারি ভেঙে প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে।
ওসি আরো জানান, কারখানা দুটির মালিক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ মৌলভীবাজর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।