প্রাণে লাগে প্রাণের পরশ

ঝরা পাতাকে বিদায় দিয়ে রিক্ত গাছে লেগেছে প্রাণের পরশ। ফুটতে শুরু করেছে লাল, হলুদসহ নানা রঙের ফুল। উত্তরীয় হাওয়ায় ভেসে আসা আমের মুকুলের মিষ্টি গন্ধ ঘোষণা করছে, বসন্ত এসে গেছে।
এখনো আনুষ্ঠানিক বিদায় মেলেনি শীতের। কিন্তু এরই মধ্যে শীতের মলিনতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে প্রজাপতির পাখায় ভর করে হাজির ঋতুরাজ। দখিনা হাওয়ায় দোল লাগিয়ে, কোকিলের কুহু ডাকে প্রকৃতিতে এলো বসন্ত।
বসন্তের আগমনে কুয়াশা কাটিয়ে আকাশের নব নীলে চোখে লাগে ঘোর, প্রাণে লাগে প্রাণের পরশ। আর এ কারণেই এ ঋতুকে বলা হয় প্রেমের ঋতু। অভিন্ন হৃদয়াবেগে উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা একাত্ম হয় প্রকৃতির রং আর পাখির গানে।
আজ শুক্রবার ঋতুরাজ বসন্তের প্রথম দিন, পয়লা ফাল্গুন। একটি নতুন দিনে নতুনের আগমনী গানে, শীতের খোলস ভেঙে পাখা মেলেছে কতশত রংবেরঙের ফুল। নববসন্তের ঘুমভাঙানি সুর মেলে ধরে। এই ব্যাকুলতায় সাড়া দিয়ে, নগরজীবনেও লেগেছে বসন্তের দোলা।
বসন্তের খানিকটা ছোঁয়া পেতে, ছোট-বড়-বৃদ্ধসহ হাজারো তরুণ-তরুণী এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় আয়োজিত বসন্তবরণ উৎসবে। নবজাগরণের চেতনায় নৃত্যগীত, কবিতা, কথায় নতুনভাবে ঋতুরাজ বসন্তকে বরণ করল ফাগুনপ্রেমীরা।
১৪০১ বঙ্গাব্দ থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ প্রতিবছর আয়োজন করছে এ উৎসবের।
আজ শুক্রবার সকাল ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসংগীতের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় বসন্ত আবাহন। সেখানেই বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বসন্ত-বন্দনার উৎসব।
এ ছাড়া বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একযোগে বসন্ত আবাহনের উৎসব চলবে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চ ও উত্তরার ৩ নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চে।