ডাকাতের কোপে বাবা-ছেলে আহত
সাতক্ষীরা শহরতলির মধ্য কাটিয়া এলাকায় দায়ের কোপে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি ও তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আবদুর রাজ্জাক জানান, ডাকাতের দায়ের কোপে তিনি ও তাঁর ছেলে আহত হয়েছেন। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। এতে সন্দেহভাজন ডাকাত দলের সদস্য শাহজাহান আলী সুজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল সেলিম রেজা ও শ্যামল কুমারও আহত হয়েছেন বলে জানায় পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দায়ের কোপে আহত বাবা-ছেলে ও গুলিবিদ্ধ ডাকাতকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, গতকাল রাতে ডাকাত দল গ্রিল কেটে পৌর এলাকার মধ্য কাটিয়ার আবদুর রাজ্জাকের বাড়ির বারান্দায় ঢোকে। এ সময় বাড়ির মালিক দরজা খুলতেই তারা তাঁকে ও তাঁর ছেলে মোস্তফা মুরাদকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় নিকটস্থ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হলে উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান ও এসআই সেলিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা ডাকাতদের পেছনে ধাওয়া করে বলে জানান ওসি।
ওসি এমদাদ শেখ জানান, ডাকাতরা দৌড়ে পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। পরে মাছখোলা এলাকা থেকে এক ডাকাতকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের ছোড়া বোমার স্প্লিন্টারে দুই পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ শাহজাহানের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো দুটি মামলার প্রস্তুতি চলছে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলেও দাবি পুলিশের।