ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্রকে বাঁচান
১২ বছরের কিশোর মো. আকাশ। পড়াশোনা করে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে। যেই বয়সে তাইরে নাইরে করে ঘুরে বেড়ানোর কথা, হেসেখেলে দুষ্টুমি করার কথা সেই বয়সে সে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত।
আকাশ বতর্মানে ঢাকার আহছানউল্লাহ ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশে আকাশের আর কোনো চিকিৎসা নেই। জরুরি ভিত্তিতে তাঁকে বিদেশে নিতে হবে। ভারতে নিয়ে চিকিৎসা করাতে হলেও ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন।
আকাশদের বাড়ি ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামে। তার বাবা বাবলু মিয়া একজন দিনমজুর।
নিজের সহায়-সম্বল বিক্রি করে ও এলাকার কিছু মানুষের আর্থিক সহযোগিতায় এতদিন আকাশের চিকিৎসা করিয়েছেন বাবলু মিয়া। তাঁর আর প্রাণপ্রিয় ছেলের চিকিৎসা করানোর সামর্থ্য নেই। ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের কাছে জরুরিভাবে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. আকাশ, সঞ্চয়ী হিসাব নম্বর : ১০৪৪৩, সোনালী ব্যাংক, রূপপুর শাখা, ঈশ্বরদী, পাবনা। মোবাইল : ০১৭২২-১৫৮৩৫৭।