‘নীতিমালা মেনে সাংবাদিকতা করা উচিত’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, ‘সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকদের অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আমরা আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আমরা বড় পরিসরের দুর্বলতা কাটিয়ে উঠতে পারব না। আমাদের উচিত সাংবাদিকতার নীতিমালা মেনে সাংবাদিকতা করা।’
আজ শনিবার নারায়ণগঞ্জ ক্লাবের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল এ কথা বলেন।
বিএফইউজে সভাপতি বলেন, ‘সাগর-রুনিসহ অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি। এই দুর্বলতাগুলো আমাদের আছে। আগামী কয়েক বছরের মধ্যে সাংবাদিকতায় ব্যাপক পরিবর্তন হবে। সে কারণে আমরা যাঁরা মাঠে কাজ করি তাদের এ পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে।’ তিনি বলেন, ‘আধুনিক সাংবাদিকতার অর্থ হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। আমাদের এ ব্যাপারে জোর দিতে হবে।’
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব আবদুল জলিল, সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার, কোষাধ্যক্ষ খাইরুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ওমর ফারুক।
বিএফইউজের মহাসচিব আবদুল জলিল বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এক হাজারের ওপর সাংবাদিককে প্রধানমন্ত্রী সাংবাদিক সহায়তা তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে সাংবাদিকদের ধারাবাহিকভাবে সহায়তা করার ব্যবস্থা থাকবে।’ তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো সরকার সাংবাদিকদের এত সহায়তা করেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েজবোর্ডের মাধ্যমে সাংবাদিকদের ন্যায্য মজুরির প্রক্রিয়াটি অব্যাহত রেখেছেন।’