সেই রাখালের লাশ উদ্ধার
দিনভর গুজবের পর অবশেষে সাতক্ষীরার কুশখালি সীমান্ত এলাকা থেকে রাখাল মুকুল সরদারের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে।
মুকুল সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের মহাতাবউদ্দিনের ছেলে। গতকাল ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে মুকুল নিহত হন বলে তাঁর সঙ্গী রাখাল আলী হোসেন অভিযোগ করেন। এর পর থেকেই গা ঢাকা দেন তিনি। পরে দিনভর চেষ্টা করেও পুলিশ ও বিজিবি লাশটি খুঁজে পায়নি। আলী হোসেনেরও কোনো হদিস মেলেনি।
এসব বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, রাতে লাশের খবর পান তিনি। পরে বাদহিলকি গ্রামের পাশে আগাড়ের মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন। তিনি বলেন, মুকুলের লাশটি প্রথমে সাতক্ষীরা থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি আজ রোববার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।