কাকডাঙ্গা সীমান্তে ৩৫ লাখ টাকা মূল্যের রুপা জব্দ
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৫২ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলোর বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
আজ রোববার ভোরে রুপাগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবির কাকডাঙ্গা তল্লাশি চৌকির (বিওপি) কমান্ডার সুবেদার হায়দর আলী জানান, ভোরে চোরাচালানিরা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী নিয়ে বাংলাদেশে ঢুকছে বলে খবর পান তিনি। পরে দ্রুত একটি টহল দল নিয়ে কাকডাঙ্গার বোয়ালিয়া সীমান্তে পৌঁছে ওত পেতে থাকেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগে ভর্তি দ্রব্যসামগ্রী ফেলে পালিয়ে যায় চোরাচালানিরা।
হায়দর আলী জানান, ব্যাগটি উদ্ধার করে সাতক্ষীরায় বিজিবির ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় রুপার গয়না পাওয়া যায়। এর ওজন প্রায় ৫২ কেজি। তিনি আরো বলেন, রুপা জব্দের ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।