সিলেটে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ৫
চলতি বছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭২ শতাংশ। গতবার পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৯ শতাংশ।
পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা। এ বছর জিপিএ ৫ পেয়েছে মাত্র ৭০০ শিক্ষার্থী। গতবার এ সংখ্যা ছিল এক হাজার ৩৩০ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এ বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে পাস করেছেন ৪৬ হাজার ৭৯৭ জন। এঁদের মধ্যে ছাত্র ২১ হাজার ৩০ ও ছাত্রী ২৫ হাজার ৭৬৭ জন।
ইন্টারনেট ও মোবাইলে ফলাফল পেয়ে যাওয়ায় কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। আর যাঁরা কলেজে এসেছেন, তাঁদের অনেকে ফলাফল ঘোষণার পর জিপিএ ৫ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ বছর জিপিএ ৫ কম হওয়ায় কলেজগুলোতে অন্যবারের মতো উল্লাস লক্ষ করা যায়নি।
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, ‘পরীক্ষার খাতা মূল্যায়নে আগের চেয়ে একটু কঠোরতা অবলম্বন করা হয়েছে।’ শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এর প্রয়োজনীয়তা আছে বলে জানান তিনি।