নাশকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন
অবরোধ-হরতাল চলাকালে দেশব্যাপী নাশকতা, সন্ত্রাস ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন জেলা থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো খবর :
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : জেলা সরকারি কলেজের সামনে আজ দুপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধনে পাঁচ উপজেলার আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ রায়, নারী শাখার সাধারণ সম্পাদক রঞ্জনা রানী বর্মণ, নাচোল উপজেলা শাখার মহাদেব মহাথের, আদিবাসী মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র বর্মণ। বক্তারা সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনের সড়কের জিরো পয়েন্টে আজ বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ বিভিন্ন সংগঠনের নেতারা। বক্তারা অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ, সারা দেশে বাসে-ট্রাকে পেট্রলবোমা হামলাসহ সব ধরনের নাশকতা ও সন্ত্রাস বন্ধের দাবি জানান।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : ‘সন্ত্রাস-নৈরাজ্য-সাম্প্রদায়িকতা রুখো, বাংলাদেশ জাগো’, হরতাল-অবরোধ আইন করে বন্ধ করো’ এসব স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ ও একাদশী ব্রত সংঘ। শহরের তমিজ মার্কেট চত্বরে আজ সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেবনাথ, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, ঐক্য পরিষদের সদর থানা সভাপতি সৌরজ পাল, সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা প্রমুখ।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : জেলা শহরের পুরাতন কাচারীতে শিল্পকলা একাডেমির সামনে আজ দুপুরে মানববন্ধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সমর ঘোষ, অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, অভিজিৎ দাস ববি, পবিত্র শংকর চ্যাটার্জী কাজল প্রমুখ।
কে এম সবুজ, ঝালকাঠি : সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে আজ সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন জেলা ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা প্রমুখ। এ সময় বক্তারা হরতাল-অবরোধের নামে দেশব্যাপী চলন্ত গাড়িতে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা, জ্বালাও-পোড়াওসহ নাশকতার প্রতিবাদ জানান। নাশকতাকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।