ঝালকাঠিতে কৃষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/26/photo-1501065512.jpg)
ঝালকাঠির নলছিটি উপজেলায় কৃষক মুনছুর আলী খানকে হত্যার দায়ে দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের দুই ভাই জামাল খান ও খলিলুর রহমান এবং একই গ্রামের সোহরাব হোসেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ২২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ঝালকাঠির নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের কৃষক মুনছুর আলী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তারা ঘরের ভেতরে প্রবেশ করে মুনছুর আলী খানকে গলা কেটে হত্যা করে। এ সময় মুনছুর আলীর ছেলে আবদুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকে কুপিয়ে হত্যাচেষ্টা করে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় পরের দিন নিহতের ছেলে আবদুল মজিদ খান বাদী হয়ে সাতজনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করার দায়িত্ব দেন আদালত।
সিআইডির পরিদর্শক আবুল খায়ের মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৪ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৫ আগস্ট আদালত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
দীর্ঘ সময় ধরে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে নাঙ্গুলী গ্রামের রুস্তুম খান ও জাকির হোসেনকে খালাস দেওয়া হয়।