ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/27/photo-1501136614.jpg)
যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ করেছে জেলা যুবদল। ছবি : এনটিভি
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঝালকাঠি জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা যুবদল নেতা রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী ও কৃষক দলের সভাপতি রুস্তম আলী চাষী।
সমাবেশে বক্তারা সুলতান সালাউদ্দিন টুকুর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।