সাবেক এমপি বদরুদ্দোজা গামা আর নেই

কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক এমপি মো. বদরুদ্দোজা গামা। ছবি : এনটিভি
কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. বদরুদ্দোজা গামা রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
শনিবার বিকেলে ঢাকার ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিক মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বদরুদ্দোজা গামা কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কুষ্টিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির (এরশাদ) নেতা ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বদরুদ্দোজা গামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর শ্যালক বাদশা খান জানান, শনিবার বিকেলে ঢাকার ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন গামা। লাশ কুষ্টিয়া পৌছালে তাঁর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।