ঢাকায় বিএনপি-জামায়াতের ৩০ কর্মী আটক

নাশকতার আশঙ্কায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের অন্তত ৩০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাঁদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির জানিয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ১৫ ও জামায়াত-শিবিরের ১৫ জন রয়েছেন।
মাসুদুর রহমান বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে তারা নাশকতা করতে পারে, এমন আশঙ্কায় আটক করা হয়েছে।