গাজীপুরের সড়কে ঝরল ২ প্রাণ

গাজীপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
আজ (৩১ মার্চ) সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা গাজীপুর শহরে যাচ্ছিল। সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার আত্মীয় এক নারী মারা যান। এ সময় আহত হন সিএনজি চালক ও অপর এক নারী যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মোহাম্মদ রিয়াজ উদ্দিন আরও জানান, তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহতদের মরদেহ গাজীপুর সৈয়দ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।