ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/11/photo-1502443418.jpg)
ঝালকাঠি সদরে আজ দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত হন। ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি : এনটিভি
ঝালকাঠি সদর উপজেলার ডুমুরিয়া বাজারে একটি দোকানে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম বিধান বালা (৪৫)। তিনি জেলার কাঁঠালিয়া উপজেলার নেয়ামতপুরা গ্রামের প্রয়াত পরান বালার ছেলে।
বিধান বালার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়া বাজারের পিন্টু মণ্ডলের একটি দোকানে সকাল থেকে রঙের কাজ করছিলেন শ্রমিক বিধান বালা। দুপুরে দোকানের মধ্যে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ফাহাদ তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর বিধান বালার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।