ঝিনাইদহে জেএমবি আঞ্চলিক সমন্বয়কারী গ্রেপ্তার : র্যাব
ঝিনাইদহ উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার ভোরে গ্রামের বিসিকপাড়া থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ সদর থানায় র্যাবের মামলার প্রধান আসামি তিনি।
এ বিষয়ে দুপুর ১২টার দিকে ঝিনাইদহ র্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন র্যাব-৬ খুলনা বিভাগের পরিচালক খন্দকার রফিকুল ইসলাম ও স্থানীয় ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহম্মেদ।
পরিচালক খন্দকার রফিকুল জানান, ভোরে সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বিসিকপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জেএমবিকে সংগঠিত করে আসছিলেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।