ঝিনাইদহে হাতুড়ির আঘাতে একজন নিহত
ঝিনাইদহ সদর উপজেলায় হাতুড়ির আঘাতে আবদুল আজিজ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া শৈলকুপা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এসব ঘটনা ঘটে।
নিহত আবদুল আজিজ সদর উপজেলার পাকাই গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গতকাল রাতে সদর উপজেলার পাকাই গ্রামের আবদুল আজিজ নারিকেলবাড়িয়া বাজার থেকে রিকশাভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের মতিয়ার রহমানের মোটরসাইকেলের সঙ্গে আঘাত লাগে। এতে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে আবদুল আজিজ বাড়ি ফিরে যান।
রাত ১০টার দিকে আবদুল আজিজ নিজ গ্রামের বাজারে যাওয়ার পথে মতিয়ারের লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন।
এদিকে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের এমপির মোড়ে রাতে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন ও সাবেক চেয়ারম্যান মফিজের সমর্থকরা বিরোধের জের ধরে বাগুটিয়া গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের তিন সমর্থককে আটক করে পুলিশ।
এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে পুলিশ জানিয়েছে।