বৃষ্টিতে মহাসড়কে যানজট, ঘরে ফিরতে দুর্ভোগ
অতি বৃষ্টি ও কয়েকটি জায়গায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোর থেকে দীর্ঘ যানজট রয়েছে। ফলে ঈদে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত রাত থেকে যানবাহনের চাপ বেশি। কয়েকটি জায়গায় বৃষ্টির কারণে গাড়ি নষ্ট হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস এলাকা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। মহাসড়কে পানি জমে থাকায় গাড়ির গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি করেছে।
গাজীপুরের তিন সহস্রাধিক তৈরি পোশাক কারখানার কয়েক লাখ শ্রমিকের বেশির ভাগ এরই মধ্যেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। যানবাহন সংকটসহ নানা কারণে বাড়ি ফিরতে পারেনি অনেকে।
তবে যানজট মোকাবিলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।