ভোলায় কয়েক হাজার মানুষের ঈদ আজ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচটি উপজেলার অন্তত ২৫টি গ্রামের কয়েক হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছে।
সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের সুরেশ্বরী পীরের খলিফা মজনু মিয়ার বাড়ির খানকা শরিফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে একই জায়গায় পরপর তিনটি জামাত হয়। বৃষ্টির কারণে পালাক্রমে ঈদের নামাজের আয়োজন করা হয়। পাঁচটি উপজেলার বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসে জামাতে অংশ নেয়। জামাতের ইমামতি করেন মজনু মিয়া। স্থানীয় লোকজনের দাবি, প্রায় ৩০ হাজার পরিবার ঈদের নামাজ পড়েছে আজ।
একই সময় সাতকানিয়া পীরের অনুসারীরা পাশের গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ির জামে মসজিদে দুটি জামাতের আয়োজন করে। জামাতে অংশ নেওয়া আল আমিন, সিদ্দিক মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের নামাজ পড়তে আসতে খুব কষ্ট হয়েছে। চরফ্যাশনে জামাত তেমন হয় না। তাই তারা এখানে এসেছে।
এ বিষয় সুরেশ্বরী পীরের স্থানীয় খলিফা মজনু মিয়া বলেন, ঝড়ো বাতাস আর প্রচণ্ড বৃষ্টি থাকায় একাধিক জামাত করতে হয়েছে। সৌদির সঙ্গে ঈদ করা প্রসঙ্গে বলেন, এক আল্লাহ আর একটি পৃথিবী। সে ক্ষেত্রে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে ঈদ বা ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায়।
২৫টি গ্রামের মধ্যে রয়েছে সদরের ভেলুমিয়া,ভেদুরিয়া, রাজাপুর; বোরহানউদ্দিন উপজেলার উত্তর মুলাইপত্তন, দক্ষিণ মুলাইপত্তন, টবগী, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন গ্রাম।