ঢাকায় সুরেশ্বরীর অনুসারীদের ঈদ আজ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ায় খানকায়ে সুরেশ্বর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। খানকায়ে সুরেশ্বরীর অনুসারীরা উদযাপন করেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঈদের জামাত শুরু হয়। কয়েকশ পুরুষ ও নারী মুসল্লি এই নামাজে অংশ নেন। পুরুষদের নামাজ শেষে নারীদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। চাঁদপুর ও ঢাকার অনুসারীরা এই ঈদ নামাজে অংশ নেন। তাঁদের দাবি ইসলামী শরিয়তে চাঁদ দেখার ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমারেখা গ্রহণযোগ্য নয়। এই মোতাবেক বাস্তবতার আলোকে একই তারিখে সমগ্র বিশ্বে ঈদ ও রোজা পালনের সিদ্ধান্তকে শাফেয়ি মাযহাবের অনুসারীরা আমল করছেন বলেও দাবি তাদের। রাজধানীর চৌধুরীপাড়ায় ১৯৬৯ সাল থেকে খানকায় সুরেশ্বরীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর পান্থপথ এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানেও কয়েক মুসল্লি অংশ নেন।
ঢাকার বাইরে ভোলা ও সিলেটের বেশ কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন চলছে।