ঝিনাইদহে যুবলীগ নেতাকে আটক করল ঢাকার ডিবি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর যুবলীগ নেতা শেখ সোহেল আরমানকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কোটচাঁদপুর পৌর এলাকা থেকে আটক করা হয় সোহেলকে।
এ সময় সোহেলের কাছ থাকা একটি প্রাইভেটকার জব্দ করে ডিএমপি।
সোহেল কোটচাঁদপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঝিনাইদহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন আটকের খবরটি নিশ্চিত করেন। স্থানীয় যুবলীগ নেতাদের বরাত দিয়ে তিনি জানান, ডিএমপির ডিবি পুলিশের একটি দল চোরাই প্রাইভেটকারসহ সন্দেহভাজন সোহেলকে আটক করে রাজধানীতে নিয়ে গেছে।
সোহেলকে কী কারণে আটক করা হয়েছে তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন কোটচাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক সাবজাল মণ্ডল।
আটক সোহেলের নামে কোটচাঁদপুর থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।
ওসি দাউদ হোসেন জানান, ডিএমপির ডিবির একটি দল সকালে কোটচাঁদপুরে আসে এবং পৌর এলাকা থেকে আটক করে নিয়ে যায় সোহেলকে। এক বিচারকের প্রাইভেটকার চুরির মামলায় আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, প্রথমে চোরাই কারটি কেনেন কোটচাঁদপুর পৌরসভার কমিশনার রেজাউল পাঠান। তাঁর কাছ থেকে কালীগঞ্জের কাশিপুর গ্রামের সেলিম কিনে নেন। প্রাইভেটকারের রং পরিবর্তন করে সাদা রং করা হয়। পরে যুবলীগ নেতা সোহেল সাদা রঙের ওই কারটি কিনে নেন।