সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৪, আহত ২০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/17/photo-1437140442.jpg)
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কাশেম মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে শিশুসহ চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো শিশু নীরব ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাহীমপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী শিরিন আকতার। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম এমদাদুল হক জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। আজ বিকেল ৫টার দিকে বাসটি কাশেম মোড় পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশাকে স্থান দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এ খবর লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।