শ্রেণিকক্ষে শিক্ষিকা ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার
বরগুনার বেতাগীতে স্কুলের ভেতরে স্বামীকে আটকে রেখে এক শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মেহেদী হাসান রবিউল (১৮) ওই মামলার ৪ নম্বর আসামি। সে একই উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা।
বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে সকালে রবিউলকে গ্রেপ্তার করা হয়।
তবে যেহেতু এখনো অন্য আসামিরা পলাতক, তাই কোন স্থান বা এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি এসপি।
বিজয় বসাক আরো বলেন, রবিউলকে ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হবে। তবে আদালতে তার রিমান্ড চাওয়া হবে কি-না, তা এখনই বলতে রাজি হননি তিনি।
গত বৃহস্পতিবার স্কুলের ভেতরে স্বামীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় একটি মামলা করেন এক শিক্ষিকা।
অভিযোগ পাওয়ার পরদিনই বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন করেন। সেইসঙ্গে ওই শিক্ষিকাকে ধর্ষণের পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মামলার আরজি থেকে জানা যায়, বৃহস্পতিবার স্বাভাবিক কর্মঘণ্টা শেষে ওই শিক্ষিকা ও তাঁর স্বামী স্কুলে বসেই গল্প করছিলেন। এ সময় বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের সুমন বিশ্বাস (৩৫), রাসেল (২৪), সুমন কাজী (৩০), রবিউল (১৮), হাসান (২৫) ও জুয়েল (৩০) স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ওই শিক্ষিকা ভয়ে স্কুলের ফটক বন্ধ করে দেন। এ সময় তারা ফটকের তালা ভেঙে স্কুলের ভেতর ঢুকে ওই শিক্ষিকার স্বামীকে মারধর করে একটি কক্ষে আটকে রাখে। পরে ওই শিক্ষিকাকে আরেকটি কক্ষে নিয়ে ধর্ষণ করে চলে যায় তারা।