পুলিশের দাবি
মাদকের টাকা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন
মাদকের টাকার ভাগবাটোয়ারা নিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলায় আশিক নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক ওই এলাকার বাসিন্দা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস দাবি করেন, আশিক মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। মাদকের টাকা নিয়ে বন্ধু ওলির সঙ্গে তাঁর বিরোধ বাধে। ওলি গতকাল রাতে টাকা পরিশোধের কথা বলে আশিককে ডেকে নিয়ে যায়।
পরে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে আশিককে কুপিয়ে আহত করে ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন আশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।