ভালোবাসার আহ্বান জানিয়ে সুন্দরবন দিবস পালিত
‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানকে সামনে রেখে পালন করা হচ্ছে সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের জুলফিকার আলী লুলু মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শাহ আলম টুকুর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহ আলম সরদার, সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আহম্মেদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা শাখার সভাপতি রামকৃঞ্চ বসু, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ, উদযাপন কমিটির আহ্বায়ক বাবুল সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান প্রমুখ।
২০০১ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।