সাতক্ষীরায় মহা ধুমধামে রথযাত্রা
বিশ্বমানবতার মঙ্গল কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় মহা ধুমধামে অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজ শনিবার বিকেলে বৃষ্টিবিঘ্নিত পরিবেশের মধ্যেও শত শত হিন্দু নারী-পুরুষ এতে অংশ নেন।
শহরের পুরান সাতক্ষীরা মায়ের বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশে রথযাত্রা শুরু হয়। এই যাত্রার সঙ্গে যুক্ত হয় ধূলিহর, ভোমরাসহ কয়েকটি স্থান থেকে আসা জগন্নাথ দেবের রথ। শহর প্রদক্ষিণ শেষে জগন্নাথ দেবের সুসজ্জিত রথ আবার ফিরে যায় মায়ের বাড়ি। আগামী ২৬ জুলাই শ্রীশ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা (উল্টোরথ) অনুষ্ঠিত হবে।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ধূলিহর ও মায়ের বাড়ি পৃথক পৃথকভাবে রথযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে ধর্মীয় উৎসব অনুষ্ঠান পালনে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ একে অন্যকে আন্তরিকভাবে সহযোগিতা করে থাকে। এটাই বাঙালির প্রাচীন সংস্কৃতি।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদী, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি সোমনাথ ব্যানার্জি, গোষ্ঠবিহারী মণ্ডল, মহিলা পরিষদের নেত্রী জোসনা দত্তসহ ধর্মীয় নেতারা।
এদিকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মায়ের বাড়িতে ভোরে মঙ্গল আরতি এবং পরে ভগবত পাঠ, ভজন, আলোচনা সভা ও ভোগ আরতি কীর্তন অনুষ্ঠিত হয়।