ছাত্রী ধর্ষণের মামলায় শিক্ষক কারাগারে
ঝিনাইদহ সদর উপজেলায় ছাত্রীকে ধর্ষণের মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম রবিউল ইসলাম। তিনি সদরের পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। তাঁর বাড়ি পার্শ্ববতী মহামায়া গ্রামে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।
শনিবার রাতে এক ছাত্রীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। সেই মামলায় শিক্ষক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।