সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/22/photo-1437571481.jpg)
স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখ এই রায় দেন।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামির নাম শাহীন আলম বাবু। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ জুন বেলা ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে শাহীন পিটিয়ে তাঁর স্ত্রী মুন্নী আকতারকে হত্যা করে পালিয়ে যান। একই দিন রাতে নিহতের বাবা পাবনা জেলার হেমায়েতপুর গ্রামের চাঁদ আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে পুলিশ আসামি শাহীনকে গ্রেপ্তার করে অভিযোগপত্র দেয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত আজ আসামির উপস্থিতিতে এই রায় দেন।