মাগুরায় পুলিশের গুলিতে আহত ৩
মাগুরার শালিখা উপজেলায় পুলিশের গুলিতে তিনজন আহত হয়েছেন। তাদেরকে নিজেদের নেতাকর্মী বলে দাবি করেছে যুবদল। আজ শনিবার বিকেলে উপজেলার সীমাখালী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির জানান, বিকেল ৫টার দিকে মিছিলকারীরা পুলিশের ওপর ইট নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ তিন রাউন্ড চায়নিজ রাইফেল এবং চার রাউন্ড শটগানের গুলি করে।
এ সময় দুর্বৃত্তরা ওসির গাড়ি ভাঙচুর করে।
ঘটনাস্থল থেকে পুলিশ খাজা ডাক্তার নামে বিএনপির এক কর্মীকে আটক করে বলে জানান এসপি।
শালিখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনা সর্দার দাবি করেন, জনতা ব্যাংকের সামনে থেকে প্রায় ৮০০ বিএনপি নেতাকর্মী শান্তিপূর্ণ মিছিল বের করেন। কোনো কারণ ছাড়াই পুলিশ তাতে ৩০-৪০ রাউন্ড গুলি করে। এতে পাঁচকাউনিয়া গ্রামের যুবদলকর্মী শহর আলী, আলমগীর হোসেন এবং হরিষপুর গ্রামের ফরিদ উদ্দিন গুলিবিদ্ধ হন। এ সময় ২০-২৫ জন নেতাকর্মীকে পুলিশ আটক করে।
এ ছাড়া পুলিশের উপস্থিতিতে সন্ধ্যায় ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি-জামায়াতের সমর্থকদের পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ করেছেন যুবদল নেতা মনা সর্দার।