‘ছিনতাইকারী’র ছুরিকাঘাতে কনস্টেবল নিহত

কক্সবাজারে ‘ছিনতাইকারী’র ছুরিকাঘাতে পারভেজ হোসেন নামের ট্যুরিস্ট পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ঝাউবনে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত কনস্টেবল পারভেজ কুমিল্লার বুড়িচং উপজেলার ইন্দুপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার আবু তাহের (২৮) ও বাদশাঘোনা এলাকার আবদুল মালেক (২৪)। তাঁদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, সমুদ্রে গোসল করে হোটেলে ফেরার পথে লাবণী পয়েন্ট এলাকায় চার-পাঁচজনের ছিনতাইকারীর একটি দল জাকের হোসেন নামের নারায়ণগঞ্জের এক পর্যটকের কাছ থেকে টাকা ও কাপড় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে দায়িত্বরত কনস্টেবল পারভেজ ওই পর্যটককে উদ্ধারে এগিয়ে গেলে এক ছিনতাইকারী পেছন থেকে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য পারভেজের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএসপি বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’