বিষখালী নদীর ভাঙনে বসতবাড়ি বিলীন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/17/photo-1505633689.jpg)
ঝালকাঠির বিষখালী নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। গতকাল শনিবার রাত থেকে শুরু হওয়া আকস্মিক ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে সদর উপজেলার দেউরী গ্রামের সুখী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘর, গাছপালা। ডুবেছে ফসলি জমি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের একাংশ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে বিষখালী নদীর দেউরী এলাকায় আকস্মিক ভাঙন শুরু হয়। আজ রোববার সকালে বৃষ্টি শুরু হলে ভাঙনের তীব্রতা বেড়ে যায়। এতে ২০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। রাত থেকে সকাল পর্যন্ত দেউরী সুখী বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান, চারটি বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার রাতেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়।
এদিকে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে দেউরী গ্রামের একমাত্র আশ্রয়কেন্দ্র পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের একাংশ। হুমকির মুখে থাকা সাইক্লোন শেল্টার ও স্থানীয় বাজারটি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, গত রাত ১০টার দিকে আকস্মিক ভাঙন শুরু হয়। এরপর কয়েকটি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যায়।