ঝালকাঠি বিএনপির ৫৯ জনের নামে অভিযোগ গঠনের শুনানি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/17/photo-1505661940.jpg)
গাড়ি পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া ও জেলা যুবদলের সভাপতি এম কামরুল ইসলামসহ ৫৯ নেতাকর্মীর নামে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১২টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি নেতাকর্মীরা হাজির হলে অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল।
শুনানি শেষে বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আগামী ২১ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। এই দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হতে পারে বলে আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল জানিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির বাবুল জানান, ২০১৫ সালের ২১ জানুয়ারি সকালে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌ-মাথা এলাকায় যাত্রীবাহী বাস আবদুল্লাহ পরিবহনে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওইদিন নলছিটি থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে এ মামলার আসামি বিএনপি নেতাকর্মীরা জামিনে রয়েছেন।