মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের আগুন, আহত তিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/20/photo-1505918117.jpg)
ঝালকাঠির কাঁঠালিয়ায় এক মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে পাশের আরো দুটি বাড়ি পুড়ে যায়। এতে এক প্রতিবন্ধী নারী ও দুই কিশোরী আহত হয়েছে। এই ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।
ক্ষতিগ্রস্তরা জানায়, মুক্তিযোদ্ধা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি আলমগীর হোসেনের গ্রামের বাড়ি কাঁঠালিয়ার মরিচবুনিয়ায় গতরাত (মঙ্গলবার) ১টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধা হাজি আলমগীর হোসেনের ঘর ও পাশের রাসেল আহম্মেদ ও জিয়া উদ্দিনের বাড়িও পুড়ে যায়।
এই ঘটনায় আহতরা হলেন প্রতিবন্ধী রুবি আক্তার (৫০),এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার (১৫) ও জেএসসি পরীক্ষার্থী বুশরা আক্তার (১২)। এদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।
মুক্তিযোদ্ধা হাজি আলমগীরের ছোট ভাই ফিরোজ কামালের স্ত্রী হাসিনা বেগম অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাদের বাড়িতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের প্রকৃত ঘটনা অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।