গাজীপুরে নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১০

গাজীপুরে নাশকতা পরিকল্পনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম জানান, পুলিশ কালিয়াকৈর থানা এলাকা থেকে পাঁচজন, জয়দেবপুর থানা এলাকা থেকে চারজন ও শ্রীপুর থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি দাবি করেন, আটক ব্যক্তিরা বিএনপি ও জামায়াতের কর্মী।