শিমুলিয়া-মঙ্গল মাঝি ঘাটে লঞ্চ চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শরীয়তপুরের জাজিরা মঙ্গল মাঝির ঘাট থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পদ্মা নদী উত্তাল থাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে শিমুলিয়া-মঙ্গল মাঝির ঘাট নৌপথের সবগুলো লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।
নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শরীয়তপুরের মঙ্গল মাঝির ঘাটে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. সেলিম জানান, রোববার সকাল থেকে ঝড়ো হাওয়া বইতে থাকায় পদ্মা নদীতে স্রোত ও ঢেউ বৃদ্ধি পায়। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। দীর্ঘ সময় নদীর পাড়ে অপেক্ষা করে অনেকেই আবার বাড়ি ফিরে গিয়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।